আশাশুনি প্রতিনিধি: কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে আশাশুনিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০.৩০ টায় আশাশুনি থানা পুলিশের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। প্রথমে থানা চত্বর থেকে র্যালী বের করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পুলিশিং কমিটির কর্মকর্তা ও সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, থানার সকল কর্মকর্তা ও কনস্টেবল এবং গ্রাম পুলিশের অংশ গ্রহনে র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ ও ‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন’ সহ নানা শ্লোগান সম্বলিত ফেস্টুন-ব্যানার সহকারে র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে থানা গেটে গিয়ে শেষ হয়। থানা চত্বরে ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর সভাপতিত্বে ও আশাশুনি প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকণ্ঠ সোম, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও প্রভাষক ম মোনায়েম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসকে হাসান, কৃষকলীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী, শ্রমিকলীগ নেতা মনিরুজ্জামান বিপুল, পুলিশিং কমিটির মতিলাল সরকার প্রমূখ।