বিশেষ প্রতিনিধি: ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াতে ইসলামীর নেতৃত্বে সংগঠিত হওয়া নাশকতার সময় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ওসির উপর হামলা মামলার আসামীকে গতকাল কমিউনিটি পুলিশিং ডের র্যালিতে হ্যান্ড মাইক হাতে সামনে দেখা গেছে। এ নিয়ে এলাকায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ সহ ক্ষোভ প্রকাশ করেছে কমিউনিটি পুলিশিং কমিটি।
সূত্র জানায়, সারাদেশের ন্যায় পাটকেলঘাটা থানা পুলিশও কমিউনিটি পুলিশিং ডের কর্মসূচীর আয়োজন করে। তবে এ থানার ৫টি ইউনিয়ন ও ৪৫টি ওয়ার্ড পুলিশিং কমিটির সদস্যদেরকে না জানিয়ে পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিয়ে একটি র্যালির আয়োজন করে। কিন্তু র্যালিতে হ্যান্ড মাইক হাতে সামনের সারিতে তৎকালীন ওসি আক্তারুজ্জামানের উপর হামলা মামলার আসামী আজহারুল ইসলাম নিশানকে দেখা যায়। এ নিয়ে জনমনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ক্ষোভ ও প্রতিবাদ জানায় পাটকেলঘাটা কমিউনিটি পুলিশিং কমিটি।
এ ব্যাপারে সরুলিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম বলেন, এই কর্মসূচীর বিষয়ে থানা পুলিশ আমাদেরকে কিছুই জানায়নি। তদন্ত ওসি বাবলুর রহমান বলেন, তখনকার সময় কে কোন মামলার আসামী ছিল তা আমি জানিনা। এটা স্কুল কর্তৃপক্ষ বলতে পারবে।