আসলাম হোসেন,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় ঈদুল আজহাকে সামনে রেখে করোনা মহামারীতে বেকার হয়ে পড়া অসহায় দুঃস্থ ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছে বন্ধুত্ব অমর নামের সাতক্ষীরা এসএসসি-৯৭ ও এচসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা।
সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব ও সদর উপজেলা পরিষদ চত্বরে উক্ত খাদ্য সামগ্রী বিতরনের উদ্বোধন করেন, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদ আলী সুজন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনিসুর রহিম, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলাম, সংগঠনটির পরিচালনা পর্ষদের সদস্য রিয়াজ আহমেদ রাজ, দিদারুল আলম, রেজা আল আমিন শুভ, মুহাসিন রেজা, ডাঃ সঞ্জিব সরদার, জিয়ারুল ইসলাম প্রমুখ।
সংগঠনটির নেতাকর্মীরা এ সময় জানান, সংগঠনটি করোনা মহামারিতে দেশ বাঁচানোর যুদ্ধে সরকারের পাশে থেকে সাতক্ষীরা জেলায় তাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। সংগঠনের পক্ষে ইতিমধ্যে মূল্যবান ঔষধ, বিপুল পরিমান মাস্ক, প্রয়োজনীয় অক্সিমিটার ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়া সংগঠনটি সাতক্ষীরা সিভিল সার্জনের মাধ্যমে জনস্বার্থে ওপেন প্লাটফর্মে টেলিমেডিসিন সেবা প্রদান করছে।