বিশেষ প্রতিনিধি: উপ-পরিচালক পদোন্নতি পেলেন সিভিল সার্জন শেখ আবু শাহীন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার, তালা উপজেলার, কুমিরা ইউনিয়নে। ৩১ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনলায়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এখন থেকে উপ-পরিচালক পদের সকল সুযোগ সুবিধা ভোগ করবেন। তবে বর্তমানে তিনি সিভিল সার্জন হিসেবেই দায়িত্ব পালন করবেন।
২০২০ সালের ১৬ জানুয়ারি যশোরের সিভিল সার্জন পদে যোগদান করেন ডাক্তার শেখ আবু শাহীন। এরপর তিনি কর্মদক্ষতায় জেলা স্বাস্থ্য বিভাগকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিভিন্ন সময় তিনি জেলাব্যাপী অভিযান পরিচালনা করেছেন অবৈধ ক্লিনিকগুলোতে। করোনার সময়ও তার কর্মকান্ড ছিলো প্রশংসনীয়। ২০২০ সালে যশোর জেলায় কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ সিভিল সার্জন পদকে ভূষিত হন।
উল্লেখ্য, তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ১৯৯৭ সালে। তিনি ২০তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে যোগদান করে সরকারি চাকরি জীবন শুরু করেন।
এরপর স্বাস্থ্য অধিদপ্তর, খুলনা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়, মাগুরার শালিখা ও যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করেন। ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি পদোন্নতি পেয়ে যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
২০১৯ সালের ১২ জুন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। এরপর সরকার তাকে ঢাকার সিভিল সার্জন হিসেবে পদায়ন করে। সেখানে তিনি যোগদান করেন ২০১৯ সালের ৯ জুলাই। মাত্র দু’দিনের ব্যবধানে ১১ জুলাই তাকে সাতক্ষীরার সিভিল সার্জন পদে বদলি করা হয়। সর্বশেষ তিনি যশোরের সিভিল সার্জন হিসাবে দায়িত্ব পালন করেছেন।
তার এই সাফল্যের জন্য দৈনিক বাংলাদেশ টাইমস কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, সম্পাদক, বার্তা সম্পাদক, প্রকাশক সহ সকল পর্যায়ের বাংলাদেশ টাইমস এর শুভাকাঙ্ক্ষী বৃন্দ তার আগামী দিনের জন্য উত্তরোত্তর শ্রীবৃদ্ধি এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান।