আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ছাত্রলীগের পক্ষ থেকে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান এবং তবারক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইনের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইমুন ইসলাম তারিক এর সঞ্চালনায় এসময় সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসেন, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজ, যুবলীগ নেতা গাওসুল আজম, মাসুদ রানা, সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এমদাদ, ছাত্রলীগ নেতা শাহারুল, রাফসান শান্ত, মিজান, আমানসহ ছাত্রলীগের নেতা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।