আশাশুনি প্রতিনিধি: দক্ষিণ বাংলার প্রখ্যাত সংগীতশিল্পী ও হারমোনিয়াম মাস্টার নৃপেন্দ্রনাথ রায় পরলোক গমন করেছেন। আশাশুনি উপজেলার বড়লদল ইউনিয়নের বুড়িয়া গ্রামের মৃত যজ্ঞেশ্বর রায়ের ছেলে সংগীতশিল্পী নৃপেন্দ্রনাথ রায় (৭৫) স্টকজনিত কারণে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার দুপুরে বুড়িয়া সার্বজনীন শিব মন্দির শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এসময় বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, ইউপি সদস্য প্রার্থী সাংবাদিক এসএম শরীফসহ তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার সংগীতশিল্পী নৃপেন্দ্রনাথ রায় এর স্ত্রী সবিতা রায় (৭০) একই রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছিলেন।