শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নিপা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটে ৩ নভেম্বর বুধবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামে। নিপা আক্তার ওই গ্রামের হতদরিদ্র লিটন বেপারীর স্ত্রী। এব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
পুলিশ ও স্থানীয়বাসীন্দারা জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশী সোলায়মান মিয়াও তার লোকজন পূর্বশত্রুতার জের ধরে লিটন বেপারির বাড়িতে এসে হামলা চালায়। এসময় তারা দা দিয়ে কুপিয়ে বাড়ির বাউন্ডারির বেড়া তচনছ করে। লিটন বেপারির স্ত্রী ২ সন্তানের জননী নিপা আক্তার বাধা দিতে গেলে তার উপর আক্রমন চালায়। টানাহেঁচড়া করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় এবং লাঠি-সোঁটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফুলা বেদনাযুক্ত ও যখম করে।
স্থানীয়রা আহত নিপা আক্রারকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এব্যাপারে নিপা আক্রারের স্বামী লিটন বেপারি বাদি হয়ে ৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। বরং আসামিরা বাদিকে অভিযোগ তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি পদর্শন করে আসছে বলে অভিযোগ রয়েছে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।