শ্যামনগর প্রতিনিধি: বেড়িবাঁধ ভেঙে চারিদিকে জোয়ারের পানি, ঘর হারিয়ে মাছ ধরার নৌকাতেই পরিবারের সাত সদস্যকে নিয়ে বসবাস করতেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের বন্যতলা এলাকার ইয়াকুব আলী। মঙ্গলবার (২নভেম্বর) সন্ধ্যায় সেই নৌকাতেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী মিনার বেগম।
ইয়াকুব আলী জানান, বেড়িবাঁধ ভাঙনের ফলে খোলপেটুয়া নদীর জোয়ার ভাটায় আমাদের বসবাস ঘর নদী গর্ভে বিলীন হয়েছে। থাকার জায়গা না পেয়ে গত তিন মাস ধরে জীবিকার একমাত্র অবলম্বন নিজের মাছ ধরার নৌকাতেই বসবাস করছি।
এর মধ্যেই মঙ্গলবার নৌকাতেই আমার পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। জোয়ারের সময় নৌকাতে সবাই অবস্থান করলেও ভাটায় সময় পার্শ্ববর্তী বেড়ি বাধের উপর বসবাসরতদের বাড়িতে কিছু সময় পার করছি।
চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের সময় অতিরিক্ত জোয়ারে চাপে বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ৮০ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকেই গেল ৪ মাস ধরে জোয়ার ভাটা চলছে ঐএলাকায়।