আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালী শেখ বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসলীøদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী আওয়ামীলীগ নেতা মনিরুল কবীর মোল্যা। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের রোল মডেল হিসেবে পরিচিত। কিন্তু শ্রীউলা ইউনিয়নের দিকে তাকিয়ে দেখলে মনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাই এলাকায় উন্নয়ন পেতে হলে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে তিনি যাকে নৌকা প্রতীকের জন্য মনোনীত করবেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এসময় আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের মোল্যা, মিজানুর রহমান খোকা, এমরান হোসেন, মেম্বর প্রার্থী সাইফুল ইসলাম ময়না, মোছাউল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।