আশাশুনি প্রতিনিধি: প্লাবনে ঘরবাড়ি হারা পরিবারের গর্ভবতী মহিলা বসবাস করা নৌকায় সন্তান প্রসবের পর প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়। জানাগেছে, প্রলঙ্করী ঘূর্ণিঝড় ইয়াসে প্রতাপনগর সংলগ্ন বন্যতলার ইয়াকুব আলী বসতভিটা হারান। সেখানে এখনো জোয়ার ভাটার পানি ওঠানামা করে আসছে। ১৫ দিন আগে বসবাসের ঘরটিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শ্বশুর বাড়িও একই গ্রামে হওয়ায় সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে পারেননি ইয়াকুব আলী। বাধ্য হয়ে মাছ ধরা নৌকায় সাত সদস্যের পরিবার বসবাস করে আসছে। মঙ্গলবার সন্ধ্যা ৭.৫০ টায় স্ত্রী মিনারা খাতুন নৌকাতেই একটি পুত্র সন্তান প্রসব করেন। নবজাতকের নাম রাখা হয়েছে ওমর ফারুক। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন প্রশাসনের অন্য কর্মকর্তাদের নিয়ে নৌকায় জন্ম নেওয়া নবজাতক এবং তার পরিবারকে ১ মাসের খাদ্য সামগ্রী ও নগদ ১০ হজার টাকা প্রদান করেছেন। এছাড়াও তাদের বসবাসের জন্য ঘর একটি প্রদানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়।