বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানায় গ্রাফটিং প্রযুক্তিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে
সাবলম্বী হচ্ছেন অনেক কৃষক। অসময়ে টমেটো চাষ করে দামও পাচ্ছেন ভালো। বাড়ছে চাষের পরিধি। অন্য কৃষকরাও আগ্রহ দেখাচ্ছেন টমেটো চাষে। পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের অধিকাংশ মাঠেই এখন গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ হচ্ছে।
আগে ভোক্তাদের কাছে জনপ্রিয় টমেটোর প্রাপ্তিকাল ছিল শুধু শীতকালের কয়েকটি মাস। ফলে গ্রীষ্মকালে পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে আমদানীর মাধ্যমে চাহিদা পূরণ করা হতো। অঞ্চল টি বৃষ্টিবহুল হওয়ায় এ অঞ্চলে গ্রীষ্ম বা বর্ষাকালে টমেটো চাষ বেশ কষ্টকর। তারপরও অসময়ে ফলন ও উচ্চমূল্য প্রাপপ্তির কারনে কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন টমেটো চাষ ব্যাপক সাড়া জাগিয়েছে।