আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৫০তম জাতীয় সমবায় দিবস’২১ পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ এলাকায় র্যালী, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সমবায়ী তাপসী অধিকারী প্রমূখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। সমবায়ী উত্তম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা কারিমুল হক। বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা শেষে কাদাকাটি গোলাপ মহিলা উন্নয়ন সমবায় সমিতি, যদুয়ারডাঙ্গা দক্ষিনপাড়া একতা বহুমূখী সমবায় সমিতি, সবুজ ছোয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, হাড়িভাঙ্গা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং আরডিসি বহুমূখী সমবায় সমিতিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসাবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।