আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আশাশুনি উপজেলা শাখাকে নতুন নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় দপ্তর। দলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামান স্বাক্ষরিত এক পত্রে জানাগেছে, গত ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় অপর সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত পত্রে আশাশুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত ও প্রকাশিত লিখে ঘোষনা দেন। সোসাল মিডিয়ায় এ খবর পাওয়া মাত্রই পরদিন ২৪ সেপ্টেম্বর কয়েকজন যুগ্ম-আহবায়ক ও সদস্যসহ ১৭ জন পদত্যাগ পত্র জমা দেন। কেন্দ্রীয় দপ্তর পদত্যাগপত্রের বিষয়টি আমলে নিয়ে আলোচনান্তে কমিটি গতিশীল করার লক্ষ্যে প্রথম যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিলকে সকল ক্ষেত্রে ‘সুপারিশ ক্ষমতাপ্রাপ্ত’ করে কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামান গত সোমবার এক নতুন নির্দেশনা দিয়েছেন। পত্র প্রাপ্তিতে পদত্যাগকারীদের মধ্যে দলীয় কার্যক্রমে গতি ফিরে এসেছে বলে নতুন কমিটির প্রথম যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিলসহ পদত্যাগকারীরা জানান।