আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক শরিফুল আহসান টোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ সোহাগের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুন, হাফিজুল ইসলাম, আব্দুর রহিম ছোট, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, কেসমত উল্যাহ তুহিন, গাজী লিয়াকত হোসেন, ওমর ফারুক, মাসুদুর রায়হান প্রিন্স, রফিকুল ইসলাম ও সেকেন্দার আলী বাদশা। সভার শুরুতে উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি এসএম রফিকুল ইসলাম ও আব্দুল আলিমের রুহের মাগফিরাত কামনা করা হয়। সভা চলাকালে কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. শহীদুল আলম ভার্চুয়াল আলোচনায় অংশ নেন। তিনি ওমরা হজ্ব পালনে যাচ্ছেন এজন্য দোয়া কামনা করেন। সভায় দলকে গতিশীল করতে একাধিক সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।