আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি কলেজের অভ্যান্তরে সড়ক নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। জানাগেছে, কলেজ ক্যাম্পাসে যাতয়াতের জন্য ইতিপূর্বে ছোট পরিসরের রাস্তা ছিল। রাস্তা দিয়ে চলাচলের সময় দু’টি সাইকেল ক্রসিং সম্ভব হতো না। দু’জন মানুষ কেবল যাতয়াত করতে পারতো। রাস্তাটি এতটা নিচু ছিল ও পিচ্ছিল ছিল যে, বর্ষা মৌসুমে ব্যবহার করা কষ্টকর ছিল। নবাগত অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কলেজে যোগদান করার পর কলেজের উন্নয়ন ও সার্বিক পরিবেশ উন্নয়ন কাজ করার অভিব্যক্তি ব্যক্ত করেন। মাত্র একমাসের মধ্যে কলেজের বিভিন্ন উন্নয়ন কাজে হাত দেওয়া হয়েছে। শিক্ষার পরিবেশ সুন্দর ও যথাযথ করতে কাজ করা হচ্ছে। তারই অংশ হিসেবে নিচু ক্যাম্পাসে বালি ভরাটের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে বালি ভরাট কাজ শেষ পর্যায়ে রয়েছে। পুরনো নষ্ট রাস্তার ইট উঠিয়ে নিয়ে সেখানে সুপরিসর ও কলেজের জন্য উপযোগি রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ কাজের শুভ উদ্বোধন করেন। এসময় কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। রাস্তার কাজ শেষ হলে কলেজের অভ্যান্তরিন যাতয়াত ব্যবস্থা সুন্দর ও উপযোগি হবে।