আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে বাংলাদেশ কৃষকলীগের ৮নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক বাবু লাল এহুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশাশুনি সদর ইউনিয়নে নৌকা প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এনএমবি রাশেদ সরোয়ার শেলী। সাংবাদিক এম এম সাহেব আলির সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার। বিশেষ অতিথি ছিলেন কাদাকাটি ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব অভিজিৎ সানা ও বড়দল ইউনিয়ন কৃষকলীগ আহবায়ক আছাদুল ইসলাম ফকির। সম্মেলনে বাবু লাল মন্ডলকে সভাপতি ও সাধন চন্দ্র রাজবংশীকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ৮নং ওয়ার্ড কৃষকলীগ কমিটি ঘোষণা করা হয়।