পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার তালা উপজেলার একমাত্র খলিষখালী তে প্রতিবছরের ন্যায় এবছরও উদযাপন হচ্ছে ৫দিন ব্যাপি কাত্যায়নী পূজা। আজ পূজার ২য় দিন(সপ্তমী)। শরৎ এ মা দূর্গার আগমনের পর হেমন্তের শুরুতে আগমন ঘটে মা কাত্যায়নীর। কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদূর্গা নামে পরিচিত, দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ।নবরাত্রি উৎসবের সময় তার পূজা প্রচলিত।
কাত্যায়নী বিজয় ঋষি কাত্যায়নের কন্যা দেবী কাত্যায়নী, দেবনাগরী অন্তর্ভুক্তি মহাশক্তি, নবদুর্গা, পার্বতী, আদি পরাশক্তি আবাস ঋষি কাত্যায়নের আশ্রম শিবের পাদমূল অস্ত্র খড়্গ, খেটক, বজ্র, ত্রিশূল, বাণ, ধনুক, পাশ, শঙ্খ, ঘণ্টা ও পদ্ম বাহন সিংহ শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা।
লোকবিশ্বাস অনুযায়ী, তার গাত্রবর্ণ দুর্গার মতোই লাল। খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে রচিত পতঞ্জলির মহাভাষ্য গ্রন্থে তাকে মহাশক্তির আদিরূপ বলে উল্লেখ করা হয়েছে।