আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বাংলাদেশ কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেতাইলবুনিয়া যজ্ঞমন্দির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড কৃষকলীগের আহবায়ক আহবায়ক দীনেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুরঞ্জন ঢালী। ওয়ার্ড কমিটির সদস্য সচিব গোপাল চন্দ্র সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার।
এ সময় বড়দল ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আসাদুল ইসলাম ফকির, সদস্য সচিব নীলকন্ঠ গাইন, খাজরা ইউনিয়ন আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সচিব রবিউল ইসলাম সবুজ, কৃষকলীগ নেতা বিশ্বেশ্বর সরকার প্রমূখ বক্তব্য রাখেন। সম্মেলনে দীনেশ চন্দ্র মন্ডলকে সভাপতি ও গোপাল চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক করে সর্ব সম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী ৫নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।