স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার কলারোয়ার চাঞ্চল্যকর ফোর মার্ডার ঘটনার পর একমাত্র প্রাণে বেঁচে যাওয়া ৫ মাসের শিশু, মারিয়ার দায়িত্ব গ্রহন করেন এস এম মোস্তফা কামাল প্রাক্তন জেলা প্রশাসক সাতক্ষীরা। বিদায় লগ্নে মারিয়ার জন্য গড়ে গেছেন ‘মারিয়া ফাউন্ডেশন’। এসময় জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, সাতক্ষীরা বাসি আমাকে সম্মানিত করেছে। আমার যত সৃজনশীলতা, সাহসিকতা আমি সাতক্ষীরাতে এসেই দেখাতে পেরেছি। সাতক্ষীরা আমার দ্বিতীয় জন্মভূমি। যতদিন বেঁচে থাকবো সাতক্ষীরা আমার হৃদয়ে গাথা থাকবে।
সাতক্ষীরার মানুষের জন্য তাঁর ভালোবাসা তথা হৃদয়ের টান অনেক বেশি। সাতক্ষীরার মানুষকে তিনি ভালোবাসতেন এবং ভালোবেসেই যাচ্ছেন। সাতক্ষীরায় অবস্থান কালীন সময়ে তিনি মারিয়ার সার্বিক সহযোগিতা করে গেছেন। সাতক্ষীরা ছেড়ে চলে গেলেও তিনি ভুলেননি সাতক্ষীরার মানুষকে এবং সেই ছোট্ট মারিয়াকে। পবিত্র ঈদ উপলক্ষে তিনি মারিয়ার জন্য ঈদ উপহার ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন।