আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার মানিকখালী সেতুর ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-এমপি। রোববার বেলা ১১টায় খোলপেটুয়া নদীর উপর নির্মিত মানিকখালী সেতুর ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন তিনি। এরপর মানিকখালি সেতু প্রান্তে ফলক উন্মোচন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, আশাশুনি বাসীর প্রাণের দাবি প্রধানমন্ত্রীর ঘোষণা মানিকখালী সেতু নির্মাণের কাজ সম্পন্নের মধ্য দিয়ে আজ বাস্তবায়িত হলো। সেতু নির্মাণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষের যাতায়াতের জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা আরও একধাপ এগিয়ে গেল। এসময় তিনি পল্লী এলাকার কথা বিবেচনায় নিয়ে এই সেতুতে ভবিষ্যতে যাতে টোল আদায় করা না হয় সে জন্য প্রধানমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। উদ্বোধন ও ফলক উন্মোচনকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি এসএম আহসান হাবীব, প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সাধারন সম্পাদক এসকে হাসান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ এম এম নুর আলমসহ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলা বাসীর দাবীর পরিপ্রেক্ষিতে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা সফরকালে খোলপেটুয়া নদীর উপর মানিকখালী সেতু নির্মাণের ঘোষণা দেন। ৩০৪ মিটার দৈর্ঘ্যরে এ সেতুটি গত ২৫ মে’১৭ তারিখে নির্মাণ কাজ শুরু হয় এবং ২৫ মে’১৯ তারিখে সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হয়। সেতু নির্মাণের ফলে আশাশুনি উপজেলার পূর্ব-দক্ষিণাঞ্চলের কয়েকটি ইউনিয়ন বড়দল, খাজরা, আনুলিয়া, প্রতাপনগর, কাদাকাটি ও দরগাহপুরসহ খুলনা জেলার পাইকগাছা ও কয়রা উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলো।