আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার খাজরায় ইউপি নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভী আব্দুল লতিফ কলেজের হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। খাজরা ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যার সভপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক সুরধ্বনি মন্ডলের পরিচালনায় এসময় সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুহুল কুদ্দুস মোল্যা, বীরমুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দীন, ইউনিয়ন আ’লীগ নেতা বাবুরাম মন্ডল, প্রদীপ কুমার সরকার, সামছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বর্ধিত সভায় ৯টি ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৬৯ জন সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে খাজরা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অহিদুল ইসলাম মোল্যাসহ ৩জনের নাম ঘোষনা করে লিখিতভাবে রেজুলেশন করা হয়।