বিশেষ প্রতিনিধি: অদ্য-১৭/১১/২০২১ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে জনাব সুশান্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর), খুলনা মহোদয় ও জনাব সোনিয়া পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার, মোড়েলগঞ্জ সার্কেল, বাগেরহাট মহোদয়ের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ড বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর শারীরিক মাপ ও Physical Endurance Test এ উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলে অনুষ্ঠিত হয়।
এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স হতে প্রেরিত জনাব মোঃ মাহবুব-উজ-জামান পিপিএম, এআইজি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয় এবং জনাব সাখের হোসেন সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।