শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে ইমামতি করেন একাডেমি মসজিদের ইমাম মাওলানা মুফতি দিদারুল ইসলাম ফরিদি। এরপর দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায়
একাডেমি মসজিদে অনুষ্ঠিত হয়।
নামাজে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
ঈদের নামাজ শেষে দেশ-জাতির সম্মৃদ্ধি ও শান্তি কামনা এবং করোনা মহামারি থেকে দেশের সকল মানুষের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।