মাসুদ আলম চয়ন,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের দ্বিতীয় দফার করোনার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক নিজেই।
মীর নাহিদ আহসান জানান,মঙ্গলবার (২০ জুলাই) কোভিডের টেস্ট করানো হলে তার ফল পজিটিভ আসে।তবে আমার স্ত্রী কবিতা ইয়াসমিন ও দুই সন্তানের করোনা নেগেটিভ এসেছে।
তিনি আরও জানান, আমার ধারণা ছিল দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসবে।এছাড়া আমার ইচ্ছা ছিল এবারের কোরবানির ঈদ মৌলভীবাজারের এতিম শিশুদের নিয়ে উদযাপন করব।তবে এবার আর তা সম্ভব হলো না। আশা করি, খুব তাড়াতাড়ি করোনাকে জয় করতে পারব।
এর আগে গত ৫ জুলাই জানা যায়, সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সেদিন থেকে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন তারা।
উল্লেখ্য,করোনা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সার্বক্ষণিক মাঠে ছিলেন। তিনি লকডাউন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে তৎপর ছিলেন।