সিনিয়র প্রতিনিধি: চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র’র ইতিহাস বিষয়ক কিরাত বাংলা’র ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম ইতিহাস সম্নিলন-২০২১ এ “ইতিহাস ও মনীষী” গ্রন্থের প্রকাশনা উৎসবে সিলেট- চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়াকে সোনার মানুষ সম্মাননায় ভূষিত করা হয়।
তিনি চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। খবর বাপসনিউজ।
হোটেল দি পেনিনসুলা চিটাগং গত ২২ নভেম্বর সোমবার ,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
উল্লেখ্য উক্ত আয়োজনে মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’কে (মরণোত্তর), ড.সংঘপ্রিয় মহাথের, শ্রীমৎ লোকজিৎ থের, ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মি. রাখাল চন্দ্র বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়াসহ বিশিষ্টজনদের সোনার মানুষ সম্মাননায় ভূষিত করা হয়।