সিনিয়র প্রতিনিধি: লন্ডন টাওয়ার হেমলেস্ এর ডেপুটি স্পিকার মাদার জেনেত রহমান’র পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারীর সিলেট ও সমাজকে নিয়ে লেখা কবিতার বই উপহার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড.একে আব্দুল মোমেন এমপিকে উপহার দিচ্ছেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-আহবায়ক শহিদুল ইসলাম শহিদ ও যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া, অংশুপ্রু মারমা, পলাশ বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিয়ার রানা বড়ুয়া, শেলু বড়ুয়া, ইফতেখার আহমদ সুহেল, ফাতেমা বেগম, অলিউর রহমান, মোবাশ্বির আলম, এ আর রহিম, নাহিদা ফৌজিয়া আরজু, আব্দুল মালেক, মোশারফ আহমদ, লাবু বেগম প্রিয়াংকা, সুমাইয়া সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ। খবর বাপসনিউজ।
এই গুণি কবির জন্ম সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের বনগাঁও গ্রামে ৮০ দশকে কবি প্রথম ঢাকায় বনগাঁওর বশর মিয়া নামে লঙ্গরখানা স্থাপন করেন সিলেট থেকে সাধারণ মানুষ ঐ লঙ্গরখানায় থাকতেন, ঐখান থেকে জাহাজের মাধ্যেমে বিদেশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেন, কবি মৃতু্যর আগে সমাজের কল্যানে তার কবিতার মাধ্যেমে সিলেটকে নিয়ে লিখে গেছেন তার মনের কথা। তিনি ২০১৮ সালের ২৭ নভেম্বরে মারা যান আজ তার মৃতু্য বার্ষিকী কবির বড় মেয়ে লন্ডন টাওয়ার হেমলেস্ এর ডেপুটি স্পিকার ও কবি আবুল বশর আনসারী স্মৃতি পরিষদ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাদার জেনেত রহমান পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।