স্টাফ রিপোর্টার: বিভিন্ন দেশে করোনাভাইরাস এর নতুন ধরনের ‘ওমিক্রন’ধরা পড়েছে। ক রাসের নতুন এই ভেরিয়েন্ট থেকে বাঁচতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশসহ বিভিন্ন দেশ। এমন পরিস্থিতিতে আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি বলেছেন, করোনাভাইরাস এর নতুন ভ্যারিয়েন্ট এর কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে নেয়া হবে পরীক্ষা।
অদ্য সোমবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নং ওয়ার্ডের ইউনিয়ন সম্মেলনে দ্বোধনের পর তিনি এ কথা বলেন। এ সময় ‘ওমিক্রন’ কে অত্যন্ত বিধ্বংসী মন্তব্য করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এবার পরীক্ষায় অংশ নেবেন ১৩ লক্ষ ৯৯হাজার ৬৯০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লক্ষ ৬৯ হাজার ৯৫৩ জন।
সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। ছাত্র ৫ লক্ষ ৭৪ হাজার ৯০৪ জন।
মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা দেবে এক লক্ষ ১৩ হাজার ১৪৪ জন। ছাত্র ৬১ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৫১ হাজার ৪০৬জন।
এইচএসসি (বিএম/ ভোকেশনাল) পরীক্ষা দেবে ১ লক্ষ ৪৭ হাজার ৫২৯জন ছাত্র এক লক্ষ ৪ হাজার ৮২৭ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৬৪২ জন