আশাশুনি প্রতিনিধি: আগামী ৫ জানুয়ালী’২২ আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) দেওয়া হয়েছে। যার মধ্যে ৮টিতে বর্তমান চেয়ারম্যানবৃন্দ ও বাকী ৪টিতে নতুন মুখ এসেছে। শুক্রবার বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতেই নোটিশ বোর্ডে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশ পাওয়া তালিকা অনুযায়ী, আশাশুনি উপজেলার ১নং শোভনালী ইউনিয়ন পরিষদে শম্ভু চরন মন্ডল, ২নং বুধহাটায় মোঃ মাহবুবুল হক, ৩নং কুল্যায় মোঃ আব্দুল বাছেত, ৪নং দরগাহপুরে শেখ মিরাজ আলী, ৫নং বড়দলে মোঃ আব্দুল আলীম মোল্যা, ৬নং আশাশুনি সদরে এস. এম. হোসেনুজ্জামান, ৭নং শ্রীউলায় আবু হেনা মোঃ সাকিলুর রহমান, ৮নং খাজরায় মোঃ শাহ নেওয়াজ, ৯নং আনুলিয়ায় মোঃ শাহাবুদ্দীন সানা, ১০নং প্রতাপনগরে শেখ জাকির হোসেন ও ১১ নং কাদাকাটি ইউনিয়ন পরিষদে দীপংকর কুমার সরকার দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, শোভনালী, বুধহাটা, আশাশুনি সদর ও আনুলিয়া ইউপিতে নতুন মুখ এসেছে, আর বাকীগুলোতে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।