বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার ২ নম্বর বুধহাটা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিলেন রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান।
সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার কামরুজ্জামান শিকদারের নিকট এ মনোনয়ন ফরম জমা দেন জয়যাত্রা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা ও দৈনিক কালের চিত্রের আশাশুনি ব্যুরো প্রধান সাংবাদিক মোস্তাফিজুর রহমান।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুল্লাহ বাবলু, সাংগঠনিক সম্পাদক বি এম আলাউদ্দীন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।