নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরা জেলার কলারোয়া তলুইগাছা শাল বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা আটক করা হয়েছে। ৩৩ বিজিবি’র অধীনস্থ তলুইগাছা বিওপি’র টহল কমান্ডার নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে ২৩ জুলাই শুক্রবার বিকালে এ গাজা আটক করা হয়।
আকটকৃত গাজার মূল্য ধরা হয়েছে ৭০ হাজার টাকা। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি বিজিবি। ৩৩ বিজিবি’র অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বিষয় টি নিশ্চিত করেছেন।