আশাশুনি প্রতিনিধি: সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় পুনরায় করোনা টিকাদান শুরুর ৬ষ্ঠ ও ৭ম দিনে ৪৬৪ জনকে টিকা দেওয়া হয়েছে। মঙ্গলবার ও শনিবার আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। পূর্বে নিবন্ধনকৃত ও চলতি নিবন্ধনকরা ব্যক্তিরা টিকা গ্রহন করেন। এনিয়ে ২য় দফায় ৬ষ্ঠ দিনে ২২৫ জন ও ৭ম দিনে ২৩৯ জনসহ ৭দিনে সর্বমোট দিনে ১৪৭৭ জন টিকা গ্রহন করলো।