বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের নিয়ম নিতি উপেক্ষা করে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৪ নাম্বার কুমিরা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হয়ে দুই আওয়ামী লীগ নেতা মোটরসাইকেল ও আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়ছেন।
যাহা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী হওয়ায়।
দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। ১৮ ডিসেম্বর তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেসনোটে এটি নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা মোতাবেক দলের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র (ক) ও (ঠ)৪৩ ধারা মোতাবেক দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করে আজীবন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করেছে।
কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সাম্পাদক
রেজাউল করিম কে ও কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাহবাজ আলীকে,