অনলাইন নিউজ: যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন টিভি ক্লাব ইউকের উদ্যোগে গত ১৯ ডিসেম্বর২০২১ ইং রোজ রবিবার দুপুর ১.১৫ মিনিটের সময় বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আরটিএন বাংলা টিভির সিইও নুরুল আমিন তারেক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আল আরাফা টিভির সিইও আনোয়ার হোসেন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশনড অব চেম্বার এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট ওয়ালী তছর উদ্দিন,এমবিই, বক্তব্য রাখেন ইউকে বাংলা টিভির সিইও তৌফিক আলী মিনার, জালালাবাদ টিভির সিইও আনোয়ার শাহজাহান, মুক্তবাংলার চেয়ারম্যান সারওয়ার হোসাইন, এমএস টিভি ইউকে’র এমডি মুসলিম খান, পরিবর্তন নিউজের সম্পাদক সামরান সাবের, আরটিএন বাংলা টিভির উপস্থাপিকা সপ্না মনি, অনলাইন একটিভিস্ট কবি আলিফ উদ্দিন,মাস্টার আব্দুল খালিক, মুক্তবাংলা টিভির ধর্মীয় উপস্থাপক সৈয়দ মোজাক্কির আহমদ, এমএস টিভি ইউকের বার্তাসম্পাদক মোঃআসয়াদুল হক, অনলাইন একটিভিস্ট আলী হোসেন,
কলামিস্ট লেখক মোঃতরিকুল ইসলাম, এমএস টিভি ইউকের বিশেষ প্রতিনিধি আব্দুস সামাদ খান, অনলাইন একটিভিস্ট মোঃ মাহফুজুর রহমান, এমএস টিভির ইউকের উপস্থাপিকা রোকশানা হক তারিন প্রমূখ। উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন দল-মতের ঊর্ধ্বে থেকে বিজয়ের ৫০ বছর পূর্তিতে দেশকে এগিয়ে নিতে হবে।
এ বিজয় সবার ।স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা এনেছি বিজয়ের লাল সবুজ পতাকা। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব ও আমাদের সবার। এছাড়া আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী মোঃ আবু তাহের, মোঃসাইফুর রহমান রাজু, শফিউল আরফিন জুনেদ, মোহাম্মদ রাকিব, কাজী মোজ্জামেল হোসাইন ,মোঃআমিনুর রহমান ,মোঃফরহাদ আলী,মাজেদা আক্তার, মোঃ আমিনুল ইসলাম সফর, তারেক,সাইদুল মাহমুদ,মোঃ মইনুল হক, শাহিন আহমেদ, আশরাফ হোসেন প্রমূখ।
সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন আরটিএন বাংলাটিভির ধর্মীয় আলোচক ড. এ হেইচ এম সুলাইমান।