বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে ফায়ার সার্ভিস এলাকা থেকে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৯০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে এবং জড়িতদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকালে আমতলী উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকর্মীরা কমিশনার (ভুমি) এ অভিযান পরিচালনা করেন।
এদিকে ইলিশের উৎপাদন বাড়াতে পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে বলে মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে।
আমতলী উপজেলা নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম বলেন, জাটকা ব্যবসায়ীকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মাছ এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।