বিশেষ প্রতিনিধি: তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিলাল ৪ টায় ১১ জানুয়ারি জুজখোলা সরকারি প্রাইমারী স্কুল প্রাঙ্গণে তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ কুমার সাধুর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির নেতা শেখ আব্দুর রহমান, শেখ তরিকুল ইসলাম, বাবলুর রহমান, ওয়ার্ড কমিটির সহসভাপতি আসাম মোড়ল, যুবলীগ নেতা রুস্তম মোড়ল, প্রমুখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন কমিটির কৃষকলীগের একাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলন শেষে সকলের মতামতে জুজখোলা ওয়ার্ড কমিটিতে মোঃ জিয়াউর রহমান সভাপতি ও মোঃ সেলিম হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় উপস্থিত বক্তারা সভাপতি ও সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে মেনে চলে সংগঠনকে মজবুত করার জন্য আহবান জানান।