ডেস্ক নিউজ: ফ্রি আল্লামা সাঈদী ফোরাম ইউকে’র উদ্যোগে আন্তর্জাতিক ইসলামিক স্কলার, সাবেক সংসদ সদস্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা দিলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে গত ১০ই জানুয়ারি২০২২ইং রোজ সোমবার বিকাল ৪.৩০ সময় পূর্ব লন্ডনে হোয়াইটচ্যাপেলের একটি হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো:সাইফুর রহমান রাজু সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী মো: আবু তাহেরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনবিসি ইউকে’র সভাপতি মুসলিম খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনবিসি ইউকে ও ফ্রি আল্লামা সাঈদী ফোরাম ইউকে’র সহ-সভাপতি মো: আসয়াদুল হক,এনবিসি ইউকে’র সহ-সভাপতি আলী হোসাইন, এনবিসি ইউকে’র সাংগঠনিক সম্পাদক ও লুটন শাখার সভাপতি মোর্শেদ আহমদ খান। বক্তারা বলেন আল্লামা দিলোয়ার হোসাইন সাঈদী শুধু জামায়াতে ইসলামীর নেতা নন তিনি হলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তাঁর বিরুদ্ধে অন্যায় ভাবে মিথ্যা মামলার রায় কে কেন্দ্র করে সারা বাংলাদেশে লক্ষ জনতা প্রতিবাদ গড়ে তুলে। সেই প্রতিবাদে আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন একশত’র উপরে মানুষ। বক্তারা অনতিবিলম্বে আল্লমা সঈদীর মুক্তি দাবী করেন। এ ছাড়া আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মোহাম্মদ আবুল কালাম, শফিউল আরফিন জুনেদ, আমিনুর রহমন, মিফতা উদ্দীন, ফারিয়া আক্তার সুমি, মাজেদা আক্তার, মোছা:নিপা বেগম, মো: আলম আহমদ, এমরান আহমদ নাঈম, মো: তারেক আহমদ, এমদাদুল হক প্রমুখ।