আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর বাবা সমাজ সেবক ধীরেন চন্দ্র অধিকারী পরলোক গমন করেছেন। মঙ্গলবার সকাল ৯টায় বার্ধক্য জনিত কারণে যশোর জেলার কতোয়ালি থানার সংকরপুর গ্রামের নিজস্ব বাসভবনে তিনি পরলোক গমন করেন। পরলোক গমনকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি ৪ পুত্র ও ২কন্যসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। স্বর্গীয় ধীরেন চন্দ্র অধিকারীর সৎকার ঐ দিন বিকালে সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএমসহ অফিসার ও ফোর্সবৃন্দ, আশাশুনি প্রেসক্লাব এবং আশাশুনি রিপোর্টস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।