নীলফামারী প্রতিনিধি: ধর্ম পরিবর্তন; বাংলাদেশের নীলফামারী জেলার মোঃ খাদিমুল ইসলাম এখন উৎসব ভট্টাচার্য। ধর্ম পরিবর্তনের এফিডেভিটে তিনি লিখেছেন, আমি ঘোষনা করিতেছি যে, আমি জন্মগত ভাবে ইসলাম ধর্মাবলম্বী। আমি দীর্ঘ দিন হইতে সনাতন (হিন্দু) ধর্মের প্রতি আকৃষ্ট হইয়াছি।
আমি সনাতন (হিন্দু) ধর্মের বিভিন্ন বইপল গীত, মহাতারত, রামায়ন, বেদ ব্যক্তিগত ভাবে সংগ্রহ করিয়া অধ্যয়ণ করিয়াছি।
তার পরর আমার মনে এই মর্মে দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছে যে, জগতের সকল ধর্মের মধ্যে সনাতন (হিন্দু) ধর্মেই শ্রেষ্ঠ। তাই আমি আমার পূর্বের ধর্ম পরিত্যাগ করিয়া গত ০২/০১/২০২২ ইং তারিখে স্থানীয় মন্দিরের পুরােহিত (ব্রাম্মন) দ্বারা সনাতন (হিন্দু) ধর্মের রীতিনীতি মানিয়া উপনয়ন পূর্বক সনাতন (হিন্দু) কে মনে প্রাণে গ্রহণ করিয়া, সনাতন (হিন্দু) হিসাবে পরিচয় গ্রহণ করিলাম।
তিনি ০২/০১/২০২২ ইং তারিখ নীলফামারী জেলা নােটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হইয়া ইসলাম ধর্ম পরিবর্তন করে সনাতন (হিন্দু) ধর্ম গ্রহণ করেন।