আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা বড়দল ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আশাশুনি প্রতিনিধি ॥ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আছাদুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও নীলকন্ঠ গাইনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের মহিলা সদস্য মিসেস মাহফুজা রুবি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এন এম বি রাশেদ সরোয়ার শেলী, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য স ম আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা, উপজেলা সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব মতিলাল সরকার, সদস্য জবেদ আলী, সালাউদ্দিন ও সোহরাব হোসেন। সভায় আগামী ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে আছাদুল ইসলামকে সভাপতি ও নীলকন্ঠ গাইন সাধারণ সম্পাদক নির্বাচিত করে বড়দল ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়।