আশাশুনি প্রতিনিধি: দলীয় গঠণতন্ত্র ভঙ্গ, সদস্যদের অজান্তে কার্যক্রম পরিচালনা ও মেয়াদ উত্তীর্ণের পরও ইচ্ছেমত সংগঠনের নাম ব্যবহার করার প্রতিকারের দাবীতে আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা (সেলিম) সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার বিকালে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সেলিম রেজা সেলিম বলেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সাতক্ষীরায় ২৭/২/২১ বর্ধিত সভা করে। সভায় কেন্দ্রীয় সভাপতিসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সভাপতি মহোদয়ের দিকনির্দেশনায় আশাশুনি উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি পুনঃবহাল রেখে সভায় আশাশুনি উপজেলা শাখার পুর্নাঙ্গ কমিটি পুনঃবহাল রেখে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়। যার আহবায়ক রাশেদ সরোয়ার শেলী, যুগ্ম আহবায়ক এড. মোশাররফ হোসেন ও প্রফেসর আব্দুল আলীম, সদস্য সচিব মতিলাল ও সম সেলিম রেজাকে সদস্য করা হয়। কিন্তু আহবায়ক ও সদস্য সচিব অন্য ৩ জনকে উপেক্ষা ও হেয় প্রতিপন্ন করে ৩/৩/২১ তাং ১১ ইউনিয়নে ইচ্ছেমত ২২ জনের নামের তালিকা করেন। বাধ্যহয়ে তারা ১০ মার্চ জেলা সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেন। কিন্তু তারপরও তারা ১৩ মার্চ ১১ ইউনিয়নে সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করেন। সম্মেলন প্রস্তুত কমিটির মেয়াদ শেষ হওয়ায় (২৭ ফেব্রুয়ারি গঠিত) ৩৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটির মেয়াদ ৩ মাস বৃদ্ধি করা হয়। যার মেয়াদও ২৩ ডিসেম্বর শেষ হয়েগেছে। সাতক্ষীরা জেলা শাখা গত ১ জানুয়ারি’২২ বর্ধিত সভায় ৭ উপজেলা ও ১ পৌর সভা সম্মেলন প্রস্তুত কমিটি পুনরায় গঠন করার জন্য দায়িত্ব অর্পন করেন। কিন্তু বিলুপ্ত সম্মেলন প্রস্তুত কমিটির (সাবেক) আহবায়ক ও সদস্য সচিব গঠনতন্ত্রের ২৪(ক) ও (ঙ) ধারা অবমাননা করে বা দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে নিজের প্রার্থীকে সমর্থন করে নৌকার প্রার্থীকে পরাজিত করাতে কাজ করেন। এরপরও ২৫ জানুয়ারি সম্মেলন প্রস্তুত কমিটির সম্মেলন করার জন্য কেন্দ্রীয় কমিটির একজনকে দিয়ে আমাকে মোবাইলে কথা বলান। যা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে সাথে মোবাইলে জানান হয়। এব্যাপারে তিনি গঠনতন্ত্র অমান্য করা ও দলীয় সিদ্ধান্ত অবমাননা কারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য উর্দ্ধতন নেতৃবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।