বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জুয়েলারি সমিতির তালা উপজেলা শাখার আয়োজনে পাটকেলঘাটা ইকোপার্ক বনিক সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১টার সময় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি মীর জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালা উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক দেবদাস কর্মকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জুয়েলার্স সমিতির সভাপতি গৌর চন্দ্র দত্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জুয়েলার্স সমিতির সহ সভাপতি বলাই চন্দ্র দে, সাধারন সম্পাদক মনোরঞ্জন কর্মকার। উক্তনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সাংবাদিকদের ফুল শুভেচ্ছা জানান আয়োজক কমিটির সদস্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন, তালা উপজেলার সকল হাট-বাজারের জুয়েলার্স ব্যবসায়ী দোকান মালিকরা।