নিজস্ব প্রতিবেদন: সাতক্ষীরার পাটকেলঘাটায় মাদ্রাসার শিশুকে বলৎকারের অপরাধে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদ্রাসার শিক্ষকের নাম মুসা আবু বিল্লা (২৮)। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার দুসরাইল গ্রামের মাওলানা সামছুল হকের ছেলেও
পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার শিক্ষক। সোমবার তাকে মাগুরা জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিনযাবৎ পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ।
মামলা সুত্রে জানা যায়, সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মোস্তাফিজুর রহমান মোস্তাকে ছেলে (১২) পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার নাজেরা বিভাগে (হাফেজী) পড়ালেখা করত। ঈদুল আযাহার কিছুদিন আগে তার বাচ্চাকে ডেকে নিয়ে মাদ্রাসার একটি কক্ষে ও ছাদে দুই দিন বলৎকার করে ভয় ভিতি দেখায় ঐ শিক্ষক। পরবর্তীতে শিশুটি তার পরিবারকে জানায়। এরপর তারা বিষয়টি মাদ্রাসার সুপারসহ অন্যদেরকে বিষয়টি জানালে তারা কোন ব্যবস্থা নেয়নি বলে জানা যায় । বাধ্য হয়ে শিশুটির মা পাটকেলঘাটা থানায় শিশু নির্যাতনের একটি
মামলা দ্বায়ের করে। মামলা নং -২ তারিখ(৯/৭/২১)। এর পর ঐ শিক্ষক কৌশালে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।
বিষয়টি নিয়ে পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার সুপার মাওলানা মনিরুল হকের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি জানার পর ঐ শিক্ষককে প্রতিষ্ঠান থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান। পাটকেলঘাটা থানা পরিদর্শক কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে গত সোমবার এস আই রোকন মিয়া তাকে মাগুরা জেলার সদর থানার বন্যতলা এলাকা গ্রেপ্তার করে পাটকেলঘাটায় থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের ১৬৪ধারায় জবানবন্দি শেষে জেল হাজতে সোপার্দ করা হয়েছে।