পাটকেলঘাটা প্রতিনিধি: তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বর উত্তম দে ২য় বার নির্বাচিত হওয়ার পর এল,জি,এস,পি-৩ রাস্তা সংস্কারের কাজের আজ শুভ উদ্বোধন। উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন,সরদার কামরুল ইসলাম(সহ সভাপতি ইউ আওয়ামীলীগ),সুফল আইচ(ইউ সাধাঃসম্পাদক ওয়ারকার্স পাট্টি) এবং ৯নং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবু উত্তম দে, ২নং ইউপি সদস্য সবুজ সরদার। খলিষখালী পল্লী মঙ্গল মাঠ সংলগ্ন বাবুর্চি শহিদুল ইসলামের বাড়ির সম্মুখ হতে পিচের রাস্তা পর্যন্ত ২৩৩ফুটের ১লক্ষ টাকার রাস্তাটির কাজ আজ শুরু হয়।রাস্তাটির কাজ শুরু হওয়ায় ঐ এলাকার মানুষের দীর্ঘ দিনের দুর্দশা দূর হবে বলে সকলে আশা করছে।