বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মড়ে খুলনা টু সাতক্ষীরা লোকাল বাস যার নাম্বার ঢাকা মেট্রো জ১৪০১৭৯ আজ শুক্রবার সকাল ৮টা ৩০মিনিটে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ সময় প্রত্যক্ষদর্শী স্থানীয় ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান পিছনে মোটরসাইকেল ড্রাইভিং করছিলাম হঠাৎ করেই গাড়ির স্টিয়ারিং এদিক-ওদিক করছিল পরমুহূর্তে আমার সামনে একটা ডান সাইড থেকে বাম সাইডে মটর ভ্যান যাচ্ছিলো তখন বাসটি ডান দিকে মোড় নিয়ে পাল্টি খেলে ঘটনাস্থলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছে। গাড়ির হেলপার কে বালুর মধ্যে থেকে স্থানীয় জনগণ বের করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে পৌঁছে দেয় তার অবস্থা আশঙ্কাজনক। অন্যদেরকে এলাকাবাসীর সহায়তায় পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় আহত যাত্রীরা হলেন আশাশুনি থানার সইতপুর গ্রামের স্বামী মোহাম্মদ আলী, স্ত্রী ঝরনা বেগম,পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামের মুক্তি হাফিজুর রহমান ফারুকী, কালীগঞ্জ থানার রতনপুর গ্রামের শারমিন বেগম,স্বামী মিঠু শেখ, সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের তহিদুল মুক্তির স্ত্রী রানী বেগম, এবং গাড়ির আহত যাত্রীরা জানান দুইজন গুরুতর ভাবে আহত হয়েছেন।