আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুঁন্দুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়। মনোমুগ্ধকর এই খেলায় সাতক্ষীরা সদর উপজেলার চাঁদপুর এর ভাই ভাই লাঠিয়াল দল শরীর চর্চা ও বিভিন্ন খেলার মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। আকর্ষণীয় এই খেলায় ধারাভাষ্যে ছিলেন, পিন্টু দাশ ও বিল্লাল হোসেন। প্রধান শিক্ষক আরিফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। দর্শক নন্দিত এই খেলায় ইউপি সদস্য মমতাজ বেগম, শীষ মোহাম্মদ জেরি, আলতাফ হোসেন, মতিয়ার রহমান, আজিজুল রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।