বিশেষ প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর সাতক্ষীরা জেলার তালা উপজেলার কৃষক লীগের সম্মেলন হতে যাচ্ছে।আজ ২৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৪ টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে তৃণমূলে কৃষক লীগের নেতাকর্মীদের চাঙ্গা ভাব পরিলক্ষিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার প্রায় সবকটি ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। তালা উপজেলার কৃষক লীগের সদস্য সচিব সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য ইন্দ্রজিৎ সাধু এ প্রতিবেদককে জানান, কৃষক লীগকে সংগঠিত করতে তিনি প্রায় দুই বছর এ কমিটির হাল ধরেছেন। তিনি কমিটিতে আসার পর অধিকাংশ ইউনিয়নের ইউনিয়ন কমিটি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। সে লক্ষে আগামী ২৪ মার্চ উপজেলা সম্মেলনে আগামী দিনে কে তালা উপজেলা কৃষকলীগ কে নেতৃত্ব দেবে তা নির্ধারণ করা হবে। সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু জানান, সংগঠনকে শক্তিশালী করতে সম্মেলনের কোন বিকল্প নেই। আগামী দিনে দলকে সঠিক নেতৃত্ব দিতে কাউন্সিলরা অবশ্যই যোগ্য নেতৃত্ব বেছে নেবে। সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম জানান, সম্মেলনে উদ্বোধন করবেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম, কৃষকলীগের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক হালিমা রহমানসহ জেলা উপজেলা আওয়ামী লীগ কৃষকলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দl