মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল ২০২২ নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২৯ মার্চ (মঙ্গলবার) তিন দিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ ৩৭৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে আগামী ৯ এপ্রিল ২০২২ সকাল ১০ টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার মৌলভীবাজারে ৪৫ জন্য পুরুষ ও ৮ জন নারীসহ মোট ৫৩ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।