আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের আলমগীর হোসেন সুজন ৪০তম বিসিএস এ কৃষি বিভাগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার ৪০তম বিসিএস এর প্রকাশিত ফলাফলে তিনি এ সুপারিশপ্রাপ্ত হন। আলমগীর হোসেন সুজন কাদাকাটি গ্রামের শাহাবুদ্দীন মোড়ল ও লাইলা বেগমের একমাত্র পুত্র। সুজন কাদাকাটি আরার মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০০৮ সালে এসএসসি পাশ করেন। ২০১০ সালে আশাশুনি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার টেকনোলজীতে পড়াশুনা করে ২০১৮ সালে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনি বর্তমানে যশোরে সাইন্টিস অফিসার হিসাবে কর্মরত আছেন। সুজন ৩৮তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার হিসাবে উত্তীর্ণ হয়েছিলেন। তার পরিবার হতদরিদ্র হলেও তাকে বিসিএস ক্যাডার হিসাবে দেখার স্বপ্ন ছিলো তার দাদা-দাদীসহ পরিবারের। তার এ সাফল্যর পিছনে সাবেক মেম্বর মৃত আব্দুল হান্নান সরদারসহ এলাকাবাসীর অবদানের কথা আজও ভূলিনি তার পরিবার। সুজন এর এ সাফল্যও পিছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পিতা-মাতা। এছাড়াও তাদের ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।