বিশেষ প্রতিনিধি: ২ই এপ্রিল রোজঃশনিবার বিকালঃ ৪:০০টায় বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু মুরালের সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: শাহিনুর রহমান শাহিন, স্বাস্থ্য উন্নয়ন কমিটির নেতা আব্দুল্লাহ বিশ্বাস, নারী নেত্রী রওশন আরা, লাইলী বেগম, মমতাজ, জরিনা, ছাত্রলীগ নেতা ইয়াছিন আলী, সহ প্রমুখ।
বক্তৃতায় বক্তারা হঠাৎ করে সকল দ্রব্যমুল্যের আকাশ ছোয়া দাম দেশর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। জনগণ এখন হতাশা ব্যাক্ত করেছে। বাংলাদেশ জাসদ মনে করে এই দেশকে কল্যানমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হলে কমপক্ষে ২ কোটি পরিবারকে রেশনের আওতায় আনা উচিৎ।
দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে জিরো টলারেন্স, সরকারি আমলাদের কাজের জবাবদিহিতার জন্য সংসদে ন্যায় পান গড়ে তুলতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রাদেশিক সরকার ব্যাবস্থা চালুর জন্য দেশের আইন কাঠামোর সংস্কার প্রয়োজন। র্নিবাচনকালীন সর্বদলীয় সরকার ব্যাবস্থার বিধান চালু করার দাবী জানান নেতৃবৃন্দ।
জনগনের ক্ষমতায়ন, জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, জলবদ্ধতা মুক্ত সাতক্ষীরার জন্য বাংলাদেশ জাসদের পতাকতলে সবাইকে সমবেত হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ