বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক ৩ যুগের থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক আহবায়ক এবং বর্তমান সহ সভাপতি, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাবেক সভাপতি-সাতক্ষীরা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলাম (৮০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তালা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের পক্ষ হতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছেন এবং সেই সাথে সাথে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।